সাদা পোশাকে বাংলাদেশ বরাবরই বিবর্ণ। অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম টেস্টেই ঘরের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে শুরু করেছিলেন নাজমুল হোসেন শান্ত। এবার পাকিস্তানের মাটিতে দেশের ক্রিকেটের স্মরণীয় দিনটাও এলো শান্তর নেতৃত্বে। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দুই টেস্টের সিরিজে স্বাগতিকদের ২-০ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ।
ঐতিহাসিক সিরিজ জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে নাজমুল হোসেন শান্তর চোখ পরবর্তী টেস্ট সিরিজে। সেই সঙ্গে সাকিব-মিরাজদেরও ক্রেডিট দিলেন, 'পরবর্তী সিরিজ খুবই গুরুত্বপূর্ণ এবং এই জয় আমাদের প্রচুর আত্মবিশ্বাস জুগিয়েছে। মুশফিক ও সাকিবের কাছে প্রচুর অভিজ্ঞতা আছে এবং সেটা ভারত সিরিজে গুরুত্বপূর্ণ। এমন কন্ডিশনে মিরাজ যেভাবে বল করে ৫ উইকেট নিল তা খুবই অসাধারণ। আশা করি ভারতের বিপক্ষেও সে একই কাজ করবে।'